মনোনয়ন ফিরে পাওয়ায় সিদ্দিকুল আলমকে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে মনোনয়নপত্র বৈধতা পাওয়ায় নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শিল্পপতি আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক কে ফুলেল শুভেচছা জানিয়েছেন নেতাকর্মীরা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকাল ৪ টায় সৈয়দপুর বিমানবন্দরে ফুলের মালা ও তোরা দিয়ে বরণ করে নেয়। উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন অরুণ,  পৌর সদস্য সচিব ও কেন্দ্রীয় সদস্য রাকিব খান, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক শফিউল আলম সুজন, জেলা যুব সংহতির সাবেক সভাপতি রওশন মহানামা, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ভুট্টু, উর্দুভাষী (আটকেপড়া পাকিস্তানি) ক্যাম্পবাসী নেতা মোনায়েম হোসেন সহ শতাধিক নেতাকর্মী।
এসময় নেতাকর্মীর উদ্দেশ্যে ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাপা নেতা আলহাজ্ব সিদ্দিকুল আলম বলেন, শুরুতেই ষড়যন্ত্রের শিকার হয়েছি। তবে রাখে আল্লাহ মারে কে। মনোনয়নের বৈধতা নিশ্চিত হয়েছে। সৈয়দপুরবাসীর দোয়া ও ভালবাসায় আমি এই বিজয় অর্জন করেছি।
ইনশাআল্লাহ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে চুড়ান্ত বিজয়ও নিশ্চিত হবে। কারণ জাতীয় পার্টির নেতাকর্মীরাসহ দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ আমার সাথে আছে। আল্লাহর রহমতে এবং সৈয়দপুর ও কিশোরগঞ্জের আপামর ভোটারদের ভোটে এমপি নির্বাচিত হলে দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত এই এলাকায় সর্বাত্মক কাজ করে সার্বিক উন্নয়ন করা হবে।
তিনি বলেন, যোগ্য ব্যক্তির অভাবে নীলফামারী-৪ আসনে পর্যাপ্ত বরাদ্দ এলেও কার্যকর পরিবর্তন হয়নি। এক্ষেত্রে ব্যাপক উদাহরণ সৃষ্টি করে উন্নত এলাকায় পরিণত করবো। আল্লাহ আমাকে পারিবারিক ভাবে যথেষ্ট অর্থ সম্পদ ও সম্মান দিয়েছেন। এখন যদি এমপি মর্যাদায় আসীন করেন তাহলে জীবনের সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টা দিয়ে সকল মানুষের জীবন মানের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নিবেদিত থাকবো।
উল্লেখ্য, এই আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে শুধু সিদ্দিকুল আলমের মনোনয়ন বাতিল করা হয়। গত ৩ ডিসেম্বর যাচাই-বাছাইকালে মৃত ব্যক্তির স্বাক্ষর গ্রহণ করার অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ ঘোষ। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশনে আপিল করলে গত ১১ ডিসেম্বর তাঁর মনোনয়নের বৈধতা নিশ্চিত হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ফুলেল শুভেচ্ছা * সিদ্দিকুল আলম
সর্বশেষ সংবাদ