শ্রীপুরে নানা আনুষ্ঠানিকতার হানাদার মুক্ত দিবস পালিত
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়েছে শ্রীপুর হানাদার মুক্ত দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালনের অংশ হিসেবে মঙ্গলবার(১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় স্মৃতিসৌধ-৭১ এ পুস্পস্তবক অর্পণ , বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন ও র্যালী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের ক্ষনিকা সভাকক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াছমীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,পরিষদের চেয়াম্যান এড: শামসুল আলম প্রধান, সহকারী কমিশনার ভূমি আল-মামুন,শ্রীপুর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সিরাজুল হক, মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ফকির, উপজেলা প্রকৌশলী এ. জেড. এম রকিবুল আহসান, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন,শ্রীপুর রির্পোটার্স ইউনিটির সাধারন সম্পাদক কাজী আকতার হোসেন,শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা ও শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।