ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে যশোরে মুষলধারের বৃষ্টি, বিপাকে শ্রমজীবীরা

বেনাপোল প্রতিনিধি:
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সৃষ্ট নিম্নচাপে যশোর শার্শা উপজেলা সহ সারাদেশে মুষলধারের বৃষ্টিপাত হচ্ছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পর্যন্ত যশোরে একটানা বৃষ্টি হচ্ছে। এর ফলে বিপাকে পড়েছেন শ্রমজীবীসহ অফিসগামী মানুষ।, ঘূর্ণিঝড় মিগজাউম মঙ্গলবার দুপুরে নিম্নচাপে পরিণত হয়েছে।
বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হচ্ছে। বুধবার রাত থেকে যশোরসহ আশেপাশের উপজেলা মুষলধারের বৃষ্টি হয়েছে। এ সময়ে উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।
এদিকে, যশোরে শার্শা উপজেলা টানা বৃষ্টিপাতে বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা। বৃষ্টিতে ভিজেই তাদেরকে কৃষি কাজ করতে হয়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে ভ্যান ও বিকশা চালকেরা। ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে ভিজেই তাদেরকে যাত্রী নিয়ে রিকশা ভ্যান  চালাতে হয়েছে। যদিও এদিন সকাল থেকেই বেনাপোল,  শার্শা, নাভারণ, ও বাগআচড়া রিকশা ভ্যান ইজি বাইক  চলাচল ছিল কম। ফলে অফিসগামী মানুষদের রিকশা না পেয়ে ছাতি নিয়েই হেটেই খানিকটা ভিজে গন্তব্যে পৌছাতে হয়েছে। এছাড়া বৃষ্টির কারণে বেনাপোল স্হল বন্দরে মানুষের উপস্থিতি ছিল কম। বন্দরে কাজ কর্ম ছিল কম প্রয়োজনীয় কাজ ছাড়া মানুষ ঘরের বাইরে বের হয়নি।
আবহাওয়া অফিস বলেছে বুধবার , বৃহস্পতিবার   এর আশপাশের এলাকায় বুধবার ও বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৬ ঘণ্টায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নিচু রাস্তায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় যশোর ও শার্শার এর আশপাশের এলাকার এই সময়ে উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। গত ২ দিন ধরেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ঘূর্ণিঝড় মিগজাউম * বেনাপোল
সর্বশেষ সংবাদ