শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

কমলগঞ্জে ৫ হাজার শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ প্রদান

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজারের কমলগঞ্জে প্রায় ৫ হাজার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য  উপকরণ  বিতরণ করেছে। সোমবার (৪ ডিসেম্বর)  বিকাল তিনটায় উপজেলার তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন বিদ্যালয়ের  ৫ হাজার  শিক্ষার্থীকে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ   বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের  মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক রফিকুর রহমান। গুড নেইবারস্ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এম মাঈনুদ্দীন মাইনুলের সভাপতিত্বে ও   একে বাংলা স্কুলের প্রধান শিক্ষক আনিসুজ্জামান মিজানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন নাহার পারভীন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস,  গুড নেইবারস্ মৌলভীবাজার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক বিপুল রেমা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের প্রধান রাজিয়া সুলতানা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস
সাম্প্রতিক সংবাদ