শিরোনাম
কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «    ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২   » «    সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার   » «   

উন্নয়নের পূর্ব শর্ত শিক্ষা ও শান্তি: ইউসুফ আবদুল্লাহ হারুন, এফসিএ 

কুমিল্লা  প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর  উপজেলার ১১ নং দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা মঙ্গলবার ৫ ডিসেম্বর ঢাকাস্থ বাংলা মটরের  রূপায়ন টাওয়ারে কুমিল্লা – ৩ ( মুরাদনগর) আসনের সংসদ সদস্য ও  বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন, এফসিএ ‘র সাথে আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, উন্নয়নের পূর্ব শর্ত হলো শিক্ষা ও শান্তি।  একটি দেশ ও জাতির উন্নতি করতে হলে চাই শিক্ষা।
শিক্ষা বেকারত্বের অভিশাপ থেকে এলাকার যুবসমাজ মুক্ত করে স্বাবলম্বী করতে হবে। বিগত বছরগুলোতে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাস্তা ঘাট ও  ব্রিজ কালভার্টের নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, বিদ্যুৎ সমস্যার সমাধান, মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন  ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করেছি ষা দৃশ্যমান।  এলাকার মানুষ এখন এর সুফল ভোগ  করছে। সামনে আরো কিছু কাজ বকি আছে যদি তিনি নির্বাচিত হন  তা হলে সমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারবেন বলে নেতাকর্মীদের আশ্বাস দেন।
তিনি নির্বাচনের দিনে ভোটারদের কেন্দ্রে আনার সুব্যবস্থা করার জন্য নেতা কর্মীদের প্রতি নির্দেশ  দেন। তিনি নির্বাচনে  এলাকায় শান্তি পূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ১১ নং দক্ষিণ রামচন্দ্রপুর ইউপি  চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন,  অ্যাডভোকেট মহসিন,  ইউনিয়নের যুবলীগের সভাপতি আবু মুসা, কুমিল্লা উঃ জেলার পাঠাগার বিষয়ক সাবেক সম্পাদক শরীফ হোসেন,
ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি  মোহাম্মদ আলী সুমন, ইউপি সদস্য জসিমউদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য রীণা আক্তার,  রাশিদা বেগম, ইউপি সদস্য আরিফ উল্লাহ,জীবন সরকার, সাবেক সদস্য ইব্রাহিম ও নূরুল ইসলাম প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ইউসুফ আবদুল্লাহ হারুন * এফসিএ
সাম্প্রতিক সংবাদ