গাজীপুরের-৫ আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন 

 কালীগঞ্জ প্রতিনিধি:
গাজীপুর-৫ আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগ, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য রাজনৈতিক দলের ১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন । এদের মধ্যে মনোনয়ন জমা দিয়েছেন ৯ জন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, কেন্দ্রীয় আওয়ামীলীগের মহিলা বিষযক সম্পাদক ও  বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সাবেক ডাকসুর ভিপি,  সা্বেক সংসদ সদস্য আখতার উজ্জামান, জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী সাংবাদিক আল-আমিন দেওয়ান, বাংলাদেশ সুপ্রীম পার্টির প্রার্থী (তৃতীয় লিঙ্গ) উর্মি, গণফোরামের প্রার্থী মো. সোহেল মিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের মোহাম্মদ তরিকুল ইসলাম আকন্দ, জাকের পার্টির এস এম মনিরুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী মো: আমজাদ হোসেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। ৫ জানুয়ারি প্রচার শেষ করে ৭ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। কালীগঞ্জে একটি পৌরসভা ও ৭ টি ইউনিয়নের পাশাপাশি পুবাইল ও বাড়িয়া ইউনিয়ন রয়েছে অর্থাৎ  গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯ থেকে ৪২ নং ওয়ার্ডের মানুষ এ আসনে ভোট দিয়ে থাকেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * গাজীপুরের-৫ আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন
সর্বশেষ সংবাদ