মৌলভীবাজার -৪ আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন

 শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার -৪ আসনে ৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আজ বৃহষ্পতিবার (৩০শে নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার –৪ আসনে  আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
 এছাড়া ইসলামী ঐক্য জোটের প্রার্থী মোঃ আনোয়ার হোসাইন, জাকের পার্টির মুহিবুর রহমান আজাদ , স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ নজরুল ইসলাম, জাতীয় পার্টির নেতা মোঃ মস্তান মিয়া, ইসলামী ঐক্য ফ্রন্টের আঃ মুহিদ হাসানী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপাধ্যক্ষ আব্দুস শহীদ মনোনয়ন জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, কালাপুর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মতলিব, রাজঘাট ইউনিয়ন চেয়ারম্যান বিজয় বুনার্জি, ভুনবীর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার, মির্জাপুর ইউনিয়ন চেয়ারম্যান মিছলু আহমেদ, সাতগাঁও ইউনিয়ন চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু, কালীঘাট ইউনিয়ন চেয়ারম্যান প্রাণেশ গোয়ালাসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ মৎস্যজীবিলীগ ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।
এছড়াও আব্দুস শহীদ এমপি’র দুই ভাই  ইমতিয়াজ আহমেদ বুলবুল, মোসাদ্দেক আহমেদ মানিক ও মেয়ের জামাই মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সাথে ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * মনোনয়ন পত্র জমা দিয়েছেন
সর্বশেষ সংবাদ