ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যর নামে মামলা, গ্রেপ্তার
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধুকে ধর্ষনের অভিযোগে এক ইউপি সদস্যর নামে মামলা হয়েছে। নির্যাতিতার স্বামী বুধবার (২৯ নভেম্বর) থানায় লিখিত অভিযোগ দিলে রাতে মামলাটি নথিভূক্ত করা হয়। এর আগের রাতে ইউপি সদস্য মো. জাহাঙ্গীর শিকদারকে (৩৫) গ্রেপ্তার করে থানা পুলিশ। ধর্ষণের ফলে বুদ্ধিপ্রতিবন্ধী ওই গৃহবধূ অন্তৎস্বত্ত্বা হওয়ার অভিযোগ ওঠে। জাহাঙ্গীর শিকদার উপজেলার ময়না ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও মুড়াইল গ্রামের ইব্রাহীম শিকদারের ছেলে। দীর্ঘদিন ধরে ধর্ষণের ফলে ওই গৃহবধূ ৭ মাসের অন্তঃস্বত্ত্বা বলে ইউএনওসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন গৃহবধূর স্বামী কবির শেখ (৪০)। লিখিত অভিযোগ পেয়ে ওই ইউপি সদস্যকে ইতিমধ্যে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন।
জানা যায়, নির্যাতিতার স্বামী দরিদ্র কবির শেখ (৪০) স্ত্রীকে বাড়িতে রেখে অন্যের ক্ষেত-খামারে কাজ করতে যায়। তার স্ত্রী সহজ সরল প্রকৃতির বুদ্ধি প্রতিবন্ধী। মাঝে মধ্যে ইউপি সদস্য মো. জাহাঙ্গীর শিকদার (৩৫) ওই গৃহবধুকে তার বাড়িতে কাজের জন্য আনা নেওয়া করতেন। এক পর্যায়ে গৃহবধুর সরলতার সুযোগে ভয়-ভীতি দেখিয়ে তাকে প্রায়ই ধর্ষণ করতেন ইউপি সদস্য। দীর্ঘদিন ধরে ধর্ষণের ফলে গৃহবধূ অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে। সম্প্রতি বু্দ্ধিপ্রতিবন্ধী গৃহবধু তার স্বামীকে সবকিছু খুলে বলে।
বিষয়টি নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হলে এ গৃহবধুর স্বামী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন। পরে বিভিন্ন দপ্তর থেকে ব্যবস্থা গ্রহনের জন্য বোয়ালমারী থানাকে নির্দেশ দিলে মঙ্গলবার রাতে জাহাঙ্গীর মেম্বারকে গ্রেপ্তার করে থানা পুলিশ এবং বুধবার রাতে কবির শেখ বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মেম্বার জাহাঙ্গীর শিকদারকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা নং ১৮।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, বিভিন্ন দপ্তরে ভিকটিমের স্বামীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে মেম্বারকে গ্রেপ্তার করা হয়। পরে ভিকটিমকে উদ্ধার করে বুধবার রাতে মামলা নেওয়া হয়। বৃহস্পতিবার আসামিকে আদালতে চালান করা হয়েছে।