ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের রঞ্জন মনি চাকমাকে পুনরায় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত

কাউখালী, রাঙামাটি প্রতিনিধি:
কাউখালী উপজেলার ৩নং ঘাগড়া ইউনিয়নের অর্ন্তগত ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের  পড়াশোনার সার্বিক উন্নতি ও বিদ্যালয় উন্নয়নের অগ্রগতির লক্ষ্যে বিদ্যালয়ের অভিভাবকদের নিয়ে ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনার জন্য পূর্ণাঙ্গ ভাবে ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
গতকাল (২৯ নভেম্বর) দুপুর ১১টায় ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয় অফিস কক্ষে আগামী দুই বছর মেয়াদে বিদ্যালয় পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে  প্রিজাইডিং অফিসার ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মু. আমীর খসরু সভাপতিত্বে নব নির্বাচিত সদস্যদের উপস্থিতিতে নতুন ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করা হয়।
বিদ্যালয় সুত্রে জানা যায়, অভিভাবক পূর্ণ্যধন চাকমার প্রস্তাবে এবং আকাশ তংচংঙ্গ্যার সমর্থনে দ্বিতীয় মেয়াদে বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি রঞ্জন মনি চাকমাকে সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছর মেয়াদে পুনরায় ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত করা হয়।
প্রসঙ্গতঃ নব নির্বাচিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রঞ্জন মনি চাকমা বাংলাদেশ আওয়ামী লীগ রাঙামাটি জেলা কমিটির সদস্য ও কাউখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয় * ম্যানেজিং কমিটি
সর্বশেষ সংবাদ