শিরোনাম
চট্টগ্রামে জলাবদ্ধতা: চার উপদেষ্টার হাতে নগরীর ভাগ্য   » «    ফরিদপুরে রিকশার ব্যাটারি চুরির করে কিশোর রিকশাচালক হোসাইন কে হত্যা গ্রেপ্তার -৩   » «    গাজা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা   » «    মানসিক চাপ হলেই কেন মুখে ব্রণ বাড়ে, সমাধান কী?   » «    যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে চন্দ্রপাড়া দরবার শরীফের ওরছ অনুষ্ঠিত   » «   

মুরাদনগরে পথসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউসুফ আবদুল্লাহ্ হারুন

কুমিল্লা  প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আওয়ামী লীগের টিকিট পেয়ে উপজেলার সোনাকান্দা দরবার শরীফ জিয়ারত শেষে বিভিন্ন ইউনিয়নে  পথসভা করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাবেক  পরিকল্পনা ও অর্থ বিষয়ক সম্পাদক এবং  বিগত সংসদ নির্বাচনে বিজয়ী দু দুবার সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন, এফসিএ।

আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কেনার পর থেকে এলাকায় ছিলো নানা জল্পনা কল্পনা। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নৌকার টিকিট নিয়ে তিনি এবার  নির্বাচনে অংশ গ্রহণ করবেন।  তিনি বিভিন্ন পথসভায়  বলেন, দুবার এমপি থাকাকালীন এলাকার অনেক রাস্তাঘাট ও ব্রিজ কালভার্ট নির্মাণ, শিক্ষা ও  শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, মসজিদ মাদ্রাসার উন্নয়নসহ  ছোটো বড়ো অনেক হাটবাজারের উন্নয়নসহ মুরাদনগর সদরে জেলা পরিষদের অর্থায়নে একটি বিশাল বাণিজ্যিক কমপ্লেক্স নির্মিত হয়েছে।

আগামীতে ও গোমতী নদী ওপর একটি দৃষ্টিনন্দন  ব্রিজ নির্মাণ সহ ইলিয়টগঞ্জ থেকে মুরাদনগর হযে রামচন্দ্রপুর পর্যন্ত সড়কটি প্রশস্থ ও নির্মানের ৩ শ ৫০ কোটি টাকার কাজ একনেক বৈঠকে পাস হয়েছে। এখন শুধু টেন্ডারের অপেক্ষা। আবারো নির্বাচিত হলে এলাকার উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি মনে করেন  এবং সবার নিকট দোয়া প্রার্থনা করেন। আওয়ামী লীগ মনেনীত প্রার্থী আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা দরবার শরীফ জিয়ারত করে তার দলীয় সফর সঙ্গীদের নিয়ে নির্বাচনি পথসভার শুভযাত্রা করেন।

পথসভায় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হারুন আল রশীদ, সৈয়দ আবদুল কাইয়ূম, বীর মুক্তিযোদ্ধা হানিফ সরকার,  কেন্দ্রীয় যুবলীগ নেতা ইসমাইল হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, চেয়ারম্যানবৃন্দের মাঝে কাজী আবুল খায়ের, ভিপি জাকির হোসেন,  গোলাম কিবরিয়া খোকন, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, নাজমুল হক নাজিম, জসিম উদ্দিন,  মাওলানা আবু বকর সিদ্দিক, হাজি ম মনিরুজ্জাৃন, আবুল কাশেমস, যুবলীগ নেতা আবু মুছা সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তিনি দলীয় নেতাকর্মীদের আগামী ৭ জানুয়ারি  সংসদ নির্বাচনের দিনে সকল ভোটারদের ভোট কেন্দ্রে নেবার আহবান জানান।

এবারো নৌকার প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ের মালা গলায় পরিধান করবেন বলে তার নেতাকর্মীসমর্থকদের  প্রত্যাশা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আওয়ামী লীগ * ইউসুফ আবদুল্লাহ্ হারুন
সাম্প্রতিক সংবাদ