গাজীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থি হলেন মনোনয়ন বঞ্চিত এমপি ইকবাল হোসেন সবুজ
আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে গাজীপুর-৩ আসনের এমপি ইকবাল হোসেন সবুজ দলটির হাইকমান্ডের নির্দেশে স্বতন্ত্র প্রার্থি হচ্ছেন আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, এই আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার টিকেট দিয়েছেন সংরক্ষিত আসনের এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসিকে।
গাজীপুরে নিজ বাসভবণের সামনে এক জণাকীর্ণ সমাবেশে তিনি আজ রাতে স্বতন্ত্র প্রার্থি হওয়ার ঘোষণা দিয়ে বলেন,আমার এ প্রার্থি হওয়া নৌকার বিরুদ্ধে নয়, আওয়ামী লীগ জাতির জনকের কন্যার বিরুদ্ধে নয়, আমার এ নির্বাচন হবে ভূমিদস্যূদের বিরুদ্ধে।চাঁদাবাজদের বিরুদ্ধে।যারা বিসমিল্লাহ গ্রুপের ১২’শ কোটি টাকা মেরে খেয়েছিল তাদের বিরুদ্ধে।
তিনি বলেন, শেখ হাসিনার বদাণ্যতায় শ্রীপুরে যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে, চলমান উন্নয়নের ধারা ধরে রাখতে আমার এ নির্বাচন।যারা মনোনয়ন পেয়ে বঙ্গবন্ধুর ছবি, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ছবি এমনকি ছোট্ট করে রাখা আমার ছবি পদদলিত করেছে আমার এ নির্বাচন সেইসব অপশত্তির বিরুদ্ধে।
তিনি প্রশ্ন করেন, তোমরা কেমন আওয়ামী লীগ কর যে বঙ্গবন্ধু ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ছবি পদদলিত করার ধৃষ্টতা দেখাও?
এমপি সবুজ বলেন, গাজীপুর-৩ আসনকে একটি পরিবার করার চেষ্টা করেছি।আওয়ামী লীগকে একটি পতাকাতলে একত্রিত করার কাজ করেছি।আর সেই পতাকার নাম হল শেখ হাসিনা।
এছাড়াও তিনি তার মেয়াদকালের বিভিন্ন কমিটি গঠনের প্রক্রিয়ার বর্ণনা দিয়ে বলেন মঙ্গলবার আপনারা শ্রীপুর থেকে মনোনয়ন তুলবেন এবং বুধবার জমা দেবেন।এবার প্রমানীত হবে এই আসনে কে বেশি জনপ্রিয়।