শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষ্যে উঠান বৈঠক

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষ্যে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ঝালকাঠি জেলা শাখা ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথ ভাবে আবাসন প্রকল্পে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে উঠান বৈঠক এর আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জনাব দিলারা খানম, বিশেষ অতিথি ছিলেন সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা ও ধ্রুবতারার উপদেষ্টা জনাব মুঃ আল-আমীন বাকলাই, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার নাসরিন আক্তার, ব্র্যাক এর জেন্ডার বিষয়ক প্রতিনিধি ইলেন বিশ্বাস, ধ্রুবতারা বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ শাকিল হাওলাদার রনি, ধ্রুবতারা বরিশাল বিভাগীয় কমিটির সাবেক নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাথি আক্তার, কনা আক্তার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধ্রুবতারার উজ্জ্বল রহমান সঞ্চালনায় ছিলেন ধ্রুবতারার সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শাহিন।
বক্তব্য অতিথিরা বলেন মৌখিক ও মানসিক নির্যাতন থেকেই শারীরিক নির্যাতনের শুরু, তাই চুপ না থেকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার আহ্বান ছড়িয়ে দেওয়াই দিবসের মূল লক্ষ। নির্যাতনের শিকার হলেই সরকারের জাতীয় টোল ফ্রি নম্বর ১০৯ নম্বরে যোগাযোগ করতে উৎসাহ বাড়ানোরও তাগিদ দিয়েছেন অতিথিরা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস * ঝালকাঠি
সাম্প্রতিক সংবাদ