চামরদানী ইউপি চেয়ারম্যানের মায়ের ইন্তেকাল
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর খসরু’র মাতা ও সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল হেকিম তালুকদারের সহধর্মিনী,জহুরা হেকিম (৭৮) বার্ধক্যজনিত কারনে শেষ নিশ্বাসের মাধ্যমে ইন্তেকাল ফরমাইয়াছেন। ২৬ নভেম্বর রোববার দুপুর ১২ টায় চামরদানী গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে ৪ ছেলে ও ৭ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।আগামীকাল সোমবার দুপুর ১১ টার সময চামরদানী খেলার মাঠে মরহুমার জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।