শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে নারী ও কন্যার প্রতি সহিসংতা বন্ধে মহিলা পরিষদের আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ‘‘নারী ও কন্যার প্রতি সহিসংতা বন্ধে এগিয়ে আসুন, সহিংসতা প্রতিরোধে বিনিয়গ করুন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সংগঠনিক জেলা শাখা উদ্যোগে শনিবার বিকালে মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভানেত্রী সুনন্দা সমদ্দার। এসময় উপস্থিত ছিলেন কাউখালী প্রেসক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকাদর, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা বাবু, সহ সভাপতি মাছুম বিল্লাহ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহিদা হক, সহ সভাপতি জাহানারা হাবিব, নারী নেত্রী প্রভাষক কুমকুম ভট্রার্চায্য, শিউলী কর্মকার, মাহফুজা মিলি, চায়না মজুমদার, রিপা আক্তার প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলেন, নারী ও কন্যার প্রতি সহিংসতার বিরুদ্ধে শূন্য সহিংসতার নীতি গ্রহণ করতে হবে, পুরুষতান্ত্রিক সংস্কৃতিক পরির্বতন সহ বিরাজমান আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা সহ বিভিন্ন দাবীদাও উপস্থাপন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * কাউখালী * নারী নির্যাতন
সাম্প্রতিক সংবাদ