শিরোনাম
জামায়াত ইসলামীর প্রতি রিজভী প্রশ্ন: আপনারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন, স্বাধীনতায় আপনাদের ভূমিকা কি ছিল?   » «    শওকত ওসমান: বৈষম্যবিরোধী এবং মানবতার আলোকবর্তিকা   » «    গৃহকর্মীদের সুরক্ষা ও জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা   » «    সাদ্দাম হলের অব্যবস্থাপনায় ভোগান্তি শিক্ষার্থীদের   » «    রাজধানীতে বেড়েছে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে   » «   

এক আসনে ১৮ প্রার্থী!

চাঁদপুর প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে মনোনয়নফরম কিনে প্রতীক প্রাপ্তির চাহিদা বেড়েছে। নৌকা প্রতীক নিয়ে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন ১৮ জন নেতা। প্রত্যেকেই আশা করছেন তিনিই পাবেন এবার নৌকার মনোনয়ন।
গত কয়েকদিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় থেকে চাঁদপুর-৪ এর আওয়ামী লীগ নেতাদের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৮ জন। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, সদ্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়কসম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর, কাতারস্থ আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সিআইপি জালাল আহমেদ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির পরিবেশবিষয়ক সম্পাদক হারিস হাসান সাগর, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি নাজমুন নাহার অনি, আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, প্রয়াত জাকারিয়া চৌধুরীর ভাই এমরান চৌধুরী, স্বাচিপ কেন্দ্রীয় নেতা ডা. একেএম মোস্তফা হোসেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মহিউদ্দিন খোকা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় নেতা তোফায়েল আহমেদ, সাবেক ছাত্রলীগ নেতা মুকবুল আহমেদ মুকুল, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ডা. বদরুন্নাহার ভূঁইয়া, হকার্স লীগের কেন্দ্রীয় নেতা লিয়াকত হোসেন রনি, যুবলীগ নেতা আনোয়ার হোসেন লিটন ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি হাসানুজ্জামান তারেক।
১৮ নেতার মধ্যে কে পাবেন দলীয় মনোনয়ন- তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। যে যার মতো হাইকমান্ড ও কেন্দ্রীয় নেতাদের কাছে দৌড়ঝাঁপ করছেন। এদের মধ্যে অনেকেই নতুন মুখ হলেও সাংগঠনিকভাবে সকলেরই পদ-পদবি রয়েছে। যদিও তাদের অনেকেই তৃণমূল রাজনীতিতে তেমন একটা সক্রিয় নয়। কারণ, সাধারণ জনগণ তাদের অনেকেই চেনেন না পর্যন্ত। কিন্তু মনোনয়ন প্রত্যাশী সকলেই আশা করছেন দল তাকে মূল্যায়ন করে নৌকা প্রতীকে নির্বাচন করার সুযোগ দেবেন। আবার এও বলছেন, দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেবেন তার পক্ষেই নৌকার জন্য কাজ করবেন।
এখন দেখার অপেক্ষা কে পাবেন নৌকা। মনোনয়ন রেসে এগিয়ে গিয়ে নেত্রীর মনকে জয় করার সাধ্য কার রয়েছে! এসব বিষয়ই ঘুরপাক খাচ্ছে সাধারণের মুখে-মনে। চায়ের কাপে ইতোমধ্যেই নির্বাচনের ঝড় উঠেছে। ফরিদগঞ্জ আসনে কে হচ্ছে নৌকার মাঝি- তা দেখার জন্য উদগ্রীব আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ ভোটারগণ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আওয়ামী লীগ * দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন * মনোনয়ন ফরম
সাম্প্রতিক সংবাদ