মদনে আগুনে দগ্ধ প্রবাসী হত্যা মামলার আসামি স্ত্রী ও শাশুড়ি গ্রেফতার
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার মদনে স্ত্রী ও শাশুড়ি দেওয়া আগুনে মারা যাওয়া প্রবাসী এখলাছ উদ্দিন হত্যা মামলার আসামি স্ত্রী ও শ্বাশুড়িকে গ্রেফতার করেছে ময়মনসিংহ র্যাব ১৪। তথ্য প্রযুক্তির মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ শহরের পপুলার গল্লি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিহত প্রবাসীর স্ত্রী মেহেরুন্নেছা মুক্তা ও শাশুড়ি মোছা : লুৎফুর নাহার ওরফে রুস্তম। তাদেরকে আজ বিকালে মদন থানা পুলিশের কাছে সোপর্দ করেছে র্যাব।
জানা গেছে, গত ১২ নভেম্বর কাইটাইল ইউনিয়নের সুতিয়ারপাড় গ্রামে শ্বাশুরি বাড়িতে প্রবাসী এখলাছ উদ্দিন আগুনে দগ্ধ হন। এখলাছ উদ্দিন ৭ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত এখলাছ উদ্দিন কেন্দুয়া উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পাছহার গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এর আগে এখলাছের চাচাতো ভাই কসিম উদ্দিন মদন থানায় স্ত্রী মুক্তা আক্তার, শ্বশুর ও শাশুড়িকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলাটি পরে হত্যা মামলায় রুপান্তর হয়।
মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান প্রবাসী এখলাছ হত্যার আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকালে মেহেরুন্নেছা মুক্তা ও শাশুড়ি লুৎফুর নাহার ওরফে রুস্তমকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।