চাঁদপুর-৪ আসন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সিআইপি জালাল আহমেদ
চাঁদপুর প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার সিনিয়র সহ-সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি সিআইপি জালাল আহমেদ।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ফরিদগঞ্জের জনপ্রিয় আওয়ামী লীগ নেতা জালাল আহমেদ। এ সময় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহের পর চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী এলাকার মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন জালাল আহমেদ। পাশাপাশি আসন্ন সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল পর্যায়ের নেতাকর্মীকে মাঠে ময়দানে কাজ করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, চাঁদপুর-৪ আসনে তুমুল জনপ্রিয় আওয়ামী লীগ নেতা ও দানবীর সিআইপি জালাল আহমেদ দীর্ঘদিন ধরে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড ও দলীয় কার্যক্রমে অংশগ্রহণসহ প্রচারে ব্যস্ত সময় পার করছেন। সেখানে বিভিন্ন সভা-সমাবেশেও অংশগ্রহণ করেন তিনি। দীর্ঘদিন ধরে ফরিদগঞ্জে তিনি তার নির্বাচনী এলাকায় বিভিন্ন ধরনের সাহায্য-সহযোগিতা করে আসছেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে এই প্রতিবেদককে তিনি বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের রূপকার ও স্থপতি, বাঙালির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বলীয়ান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের বর্তমান সেনানী, মানবতার মা, দেশনেত্রী শেখ হাসিনার লালিত স্বপ্নের প্রতি সম্মান ও ভালোবাসা জ্ঞাপন করছি। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে আপামর জনসাধারণের খেদমত করতে এবং ফরিদগঞ্জের প্রত্যন্ত অঞ্চলকে স্মার্ট নগরে রূপায়ন করতে ইচ্ছাপোষণ করেছি বাংলাদেশ আওয়ামীলীগের নমিনেশন নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার। চাঁদপুর-৪ ফরিদগঞ্জের মানুষের উন্নয়নের জন্য, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ফরিদগঞ্জ গড়ার লক্ষ্যে, অসহায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য আরও কর্মমুখী সংস্থান গড়ার স্বপ্নপূরণে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যদি আমাকে যোগ্য মনে করে এই অঞ্চলের খেদমত করার সুযোগ দেন, তাহলে আমি আমার স্বপ্নগুচ্ছকে আরও পরিপক্ব করে মমতাময়ী জননী শেখ হাসিনাকে একটি সুন্দর ফরিদগঞ্জ উপহার দেবো। কথা দিচ্ছি, নৌকা মনোনয়ন পেলে ইনশাআল্লাহ চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনটি শতভাগ নিশ্চয়তার সহিত নৌকার সম্মান অটুট রেখে বাংলাদেশ আওয়ামীলীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেবো।’
এ সময় তার সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. আলী আহম্মদ, মুক্তিযোদ্ধা নুর মিয়া তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন তালুকদার, সদস্য খোরশেদ আলম, সিআইপি জালাল আহমেদের সহধর্মিণী মাইমুনা জালাল ইকরা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, পৌর যুবলীগের সাবেক সভাপতি আব্দুল গাফফার সজিব, সাবেক সাধারণ সম্পাদক ও তরুণ সমাজসেবক পাবেল পাটওয়ারী, যুবলীগ নেতা আকরাম হোসেন রবিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল পাটওয়ারী, যুবলীগ নেতা আবদুর রহিম নিলাফ, ইসমাইল হোসেন পাটওয়ারী, পৌর যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল মিয়াজী, বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সভাপতি মনির পাটওয়ারী প্রমুখ।