রংপুর-৩ আসন মনোনয়ন ফরম তুলেছেন তৃতীয় লিঙ্গের রানী
মহানগর প্রতিনিধি:
দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর-আংশিক সিটি) আসনে এমপি পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম তুলেছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের লক্ষে মনোনয়ন ফরম কিনেছেন।
১৯ নভেম্বর রবিবার দুপুর ১২টায় নির্বাচন অফিস থেকে এ মনোনয়ন ফরম তোলেন তিনি। তৃতীয় লিঙ্গের রানীর মনোনয়ন ফরম গ্রহণের সংবাদে রংপুরে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই এটিকে সাধুবাদ জানিয়ে মুখ খুলছেন। আনোয়ারা ইসলাম রানী বাংলা এফ এম কে জানান, সব ক্ষেত্রে রংপুর একটি অবহেলিত অঞ্চল। এখনও বিভিন্ন জেলায় রংপুরের মানুষকে মফিজ বলে তুচ্ছতাচ্ছিল্য করা হয়।
বাংলাদেশের উন্নয়নমূলক মহা পরিকল্পনা গুলো থেকে আমাদের রংপুর বরাবরই বঞ্চিত। কারণ রংপুর একটি নেতৃত্ব শূণ্য অঞ্চল। যার কারনে আমি এই শূণ্য স্থানটি পূরণ করে দিতে চাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি রংপুর ০৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে অংশ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা যদি আমাকে সর্মথন করেন এবং আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি উন্নয়নের জন্য আন্দোলন করব। এরই মধ্যে রানী প্রাথকি ভাবে তাঁর ২১দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। এরমধ্যে রয়েছে, সকল পিছিয়ে রাখা জনগোষ্ঠী যেমন, আদিবাসী, দলিত, হরিজন, হিজড়া জনগোষ্ঠী সহ সকল অবহেলিত জনগোষ্ঠীর দায়িত্ব নেব।
সমাজের মূল শ্রোতধারায় অংশগ্রহণ করতে তাদের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ, রংপুরে কৃষি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভেটেরেনারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আন্দোলন, রংপুরে আরো ৪টি সরকারী কলেজ ও ৬টি সরকারী স্কুল প্রতিষ্ঠার জন্য সরকারের সাথে যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে কৃষক, রিকশা চালক, ভ্যান চালক, অটো রিকশা চালক, দিন মজুর এবং পরিশ্রম করে খেটে খাওয়া গরীব অসহায় পরিবারের সন্তানদের স্বল্প খরচে শিক্ষা গ্রহণের অগ্রাধিকার প্রদান, সরকারের সাথে আলোচনা করে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা স্থাপন, রংপুরের বেকার ছেলে-মেয়েদের কর্মসংস্থানের সুযোগ তৈরী, আমাদের শ্যামা সুন্দরী খালকে আধুনিক লেকে রূাপান্তরিত করে শ্যামা সুন্দরী খাল একটি পর্যটন স্থান হিসেবে গড়ে তোলা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে মাঠে আরো তীব্র আন্দোলন গড়ে তোলা, বাজেটে রংপুরের জন্য অধিক বরাদ্দ রাখার জন্য আন্দোলন, রংপুরে মেগা প্রকল্প বাস্তবায়ন, রংপুরকে পরিবেশ বান্ধব একটি মডেল শহরে রূপান্তরিত করা,অবকাঠাম, রাস্তা,ঘাট, ব্রিজ, কালভার্ট নির্মানে স্বচ্ছতা এবং জবাব দিহীতা নিশ্চিত করা, সিদ্ধান্ত বাস্তবায়নে জনগনের অংশগ্রহণ নিশ্চিত করা, সিনিয়র সিটিজেন এবং সকল পিছিয়ে রাখা জনগোষ্ঠীর জন্য পৃথক পৃথক কার্যকর প্রকল্প বাস্তবায়ন করা এবং অন্যায় ও দূর্নীতি সহ সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা। রানী আবেগ জড়ানো কন্ঠে জানান, সকলেরই সংসার রয়েছে, সন্তান রয়েছে, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বড় চিন্তাও রয়েছে।
আমার সংসার নেই, স্বামী নেই, সন্তান নেই এক কথায় আমার কোন পিছু টান নেই। আপনারাই আমার সংসার। আপনারাই আমার পরিবার। আমি আপনাদের হয়ে যেতে চাই। যতটুকু বড় হয়েছি। আপনারা খবর নিয়ে দেখবেন সারাজীবন মানুষের উপকার করে এসেছি। আপনাদের সেবা করে পৃথিবী থেকে চির বিদায় নেবার পরেও আপনারা আমার ভালো কাজ গুলোর প্রশংসা করবেন। এতটুকুই আমার প্রত্যাশা। কেননা আমি বিশ্বাস করি মানব সেবাই পরম ধর্ম।
উল্লেখ্য যে, রানী ন্যায় অধিকার ট্রান্স-জেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি ও উদ্যোক্তা হিসেবে পরিচিত। রানী ১৯৯২ সালের ৭ মে রংপুর সিটি কর্পোরেশনে ২৬ নং ওয়ার্ডেও নূরপুর আলমনগরে জন্মগ্রহণ করেন। রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে পড়াশোনা করেছেন। উপজেলা নির্বাচন অফিসার ও রেজিষ্টেশন অফিসার মমিনুল আলম বাংলা এফ এম কে জানান, এবার রংপুর-৩ আসনে মোট ৫লাখ ১৯ হাজার ৯৭০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে।