সরাইল উপজেলায় সেলিম খন্দকার ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সেলিম খন্দকার ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) উপজেলার পাঠানপাড়া মোড়ে ক্যাফে এরাবিয়ান খেবজা এন্ড ফুচকা হাউস মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: সেলিম খন্দকার’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেলিম খন্দকার ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা মমিন উদ্দিন ওসমানী।
এছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান খন্দকার তারেক আহমেদ, ভাইস চেয়ারম্যান সোহেল ঠাকুর, মজিবুর পাঠান, সাংগঠনিক সচিব, মীর মমিন আলী, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান রাকিবুর রহমান, সহকারী সাংগঠনিক সম্পাদক প্রবীর কুমার সিংহ রায়,পাকশিমুল ইউনিয়ন শাখার আহবায়ক আবুল কাশেম, সেলিম খন্দকার ফাউন্ডেশনের স্বাস্থ্য বিষয়ক সদস্য সচিব ইন্দ্র মোহন দাস, পাকশিমুল ইউনিয়ন শাখার আহবায়ক আবদুল ওয়াদুদ, শাহবাজপুর ইউনিয়ন শাখা আহবায়ক শাহ মোহাম্মদ ইকবাল হোসেন, পাকশিমুল ইউনিয়ন সদস্য সচিব আব্দুল জলিল, ফাউন্ডেশনের শাহবাজপুর ইউনিয়ন সদস্য সচিব এস এম তোফাজ্জল প্রমুখ।
এছাড়াও এসময় বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ, সমাজকর্মী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী ও সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিম খন্দকার উনার বক্তব্যে বলেন, “সেলিম খন্দকার ফাউন্ডেশন সরাইল ” একটি অলাভজনক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান। ফাউন্ডেশনের উদ্যেশ্য অসহায় মানুষের পাশে দাড়ানো। কেউ ছেলে মেয়ের বিয়ে দিতে পারছে না তাদের পাশে দাড়ানো। সমাজের সুবিধা বঞ্চিতদের পাশে দাড়ানো। ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে যথাসাধ্য চেষ্টা থাকবে সমাজের সুবিধা বঞ্চিতদের পাশে দাড়ানো।