শিরোনাম
মানসিক চাপ হলেই কেন মুখে ব্রণ বাড়ে, সমাধান কী?   » «    যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে চন্দ্রপাড়া দরবার শরীফের ওরছ অনুষ্ঠিত   » «    সিলেটের কোয়ারি থেকে বালু-পাথর তোলার অনুমতি নিয়ে শুরু হয়েছে চক্রান্ত   » «    শব্দদুষনে অতিষ্ঠ সিলেটবাসী, বাড়ছে নানা রোগ   » «    ইনফ্লুয়েন্সার তনির স্বামী আর নেই   » «   

ভারতের অংশের শুটিং শেষ ‘দরদ’র

 

বিনোদন ডেস্ক:

ভারতে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র ‘দরদ’-এর প্রথম লটের শুটিং শুরু হয় গত মাসের ২৭ তারিখ। ২০ দিন ধরে টানা শুটিং চলার পর বন্ধ হলো ক্যামেরা।

ভারতের অংশে শুটিং শেষ হলেও এখনো শুটিং বাকি রয়েছে। ইতিমধ্যে দুই দফা শাকিব ও সোনাল চৌহানের লুক প্রকাশ করা হয়েছে।

ভারত অংশের শুটিং শেষের খবর জানিয়েছেন সিনেমাটির নির্মাতা অনন্য মামুন। অনন্য মামুন বলেন, শেষ হলো দরদের ভারতের শুটিং, শাকিব ভাইয়ের দরদে ডুবে থাকা। আমার টিমের কঠোর পরিশ্রম আর কামাল কিবরিয়া লিপু ভাইয়ের যুদ্ধ।

শাকিব খানের প্যান ইন্ডিয়ান চলচ্চিত্রটি নিয়ে এর আগে অনেক জল্পনা ছিল। ভারতের বেনারস ও এলাহাবাদের বিভিন্ন লোকেশনে টানা শুটিং শেষ করেছেন, এখন আপাতত বাংলাদেশের সদস্যরা ঢাকায় ফিরবেন বলে জানা গেছে। শাকিব খান এই সিনেমা নিজের সর্বোচ্চ দিয়ে অভিনয় করছেন।

প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র গল্প সম্পর্কে নির্মাতা বলেন, সাইকো-থ্রিলার সিনেমা। যেখানে ভিন্ন লুকে শাকিব খানকে দেখা যাবে। এটাতে থাকবে নতুন কিছু অ্যাকশন। সিনেমাটি ভারতের অনেক ভাষায় নির্মিত হচ্ছে। তাই একটু ভিন্নতা আছে।

ভারত ও বাংলাদেশ যৌথ প্রযোজনার এ সিনেমায় অভিনয়ের মাধ্যমেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে দেশীয় চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা শাকিব খানের। এ সিনেমায় আরও দেখা যাবে পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখকে।

‘দরদ’ ছবিটির প্রযোজনায় যৌথভাবে আছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ এবং বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। বাংলা, হিন্দি, তামিল, মালয়ালমসহ ছয় ভাষায় ছবিটি মুক্তি পাবে। একযোগে ৩২ দেশে আগামী ২ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান পরিচালক ও প্রযোজক।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * দরদ * প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র * শাকিব খান * সোনাল চৌহান
সাম্প্রতিক সংবাদ