মধ্যনগরে মাসব্যাপী ভোগ আরতি সম্পন্ন
মধ্যনগর সুনামগঞ্জ :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ৮২ গ্রাম সমন্বিত একমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান শ্রীশ্রী জগন্নাথ জিউর আশ্রমে দীর্ঘ দামোদর মাসের ভোগ আরতির সমাপনী দিন আজ। ৩০ শে কার্তিক দুপুরের তান্ডব কীর্তণ আরতি ও মহাপ্রসাদের ভোগ নিবেদন করেন ভক্তরা।পহেলা কার্তিক থেকে ভগবানের নামে প্রতিদিন ভোগ নিবেদন ও নামকীর্তনে অংশ নিয়েছিলেন ৮২ গ্রামের নারী পুরুষ সহ হিন্দু ধর্মপ্রাণ ভক্তগন।কার্তিকের শেষ দিনে ভোলা সংক্রান্তির মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সমাপ্তি হচ্ছে।