শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

পলাশবা‌ড়ি‌ ম‌ডেল প্রেসক্লা‌ব এর ক‌মি‌টি গঠন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবা‌ড়ি উপ‌জেলায় পলাশবা‌ড়ি ম‌ডেল প্রেসক্লাবের  কমিটি গঠন করা  হ‌য়ে‌ছে।  ১৫ নভেম্বর  বুধবার সন্ধ‌্যায় অস্থায়ী কার্যাল‌য়ে সিনিয়র সাংবাদিক রবিউল হোসেন পাতার সভাপতিত্বে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে এক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। আলোচনা সভায় পেশাদার গণমাধ্যমকর্মীদের অধিকার আদায়ের লক্ষে পলাশবাড়ী মডেল প্রেসক্লাব গঠন করা হয়।
পরে সর্বসম্মতিক্রমে দৈ‌নিক ই‌ত্তেফাক প‌ত্রিকার পলাশবাড়ী সংবাদাতা র‌বিউল হো‌সেন পাতা‌কে সভাপ‌তি, আমার জনতা প‌ত্রিকার প্রতি‌নি‌ধি আ‌মিরুল  ইসলাম ক‌বিরকে সি‌নিয়র সহ-সভাপ‌তি, এ‌শিয়ান টে‌লি‌ভিশ‌ন পলাশবাড়ী প্রতি‌নি‌ধি মাসুদার রহমান মাসুদ‌কে সাধারণ সম্পাদক, আমার কন্ঠ প‌ত্রিকার প্রতি‌নি‌ধি আবু জাফর মন্ডল যুগ্ম সাধারণ সম্পাদক, দৈ‌নিক ভো‌রের পাতা প‌ত্রিকা ও বাংলা এফএম পলাশবাড়ী উপজেলা প্রতি‌নি‌ধি সরকার লুৎফর রহমান সাংগঠ‌নিক সম্পাদক, ‌দৈ‌নিক রুপবানী প‌ত্রিকার প্রতি‌নি‌ধি ফের‌দৌস রহমান‌কে অর্থ সম্পাদক, দৈ‌নিক মুক্ত খবর প‌ত্রিকার প্রতি‌নি‌ধি এসআই হা‌বিব‌কে প্রচার সম্পাদক, আমা‌দের প্রতি‌দিন প‌ত্রিকার প্রতি‌নি‌ধি বা‌য়ো‌জিদ আহ‌ম্মেদ সা‌কিল দপ্তর সম্পাদক, দৈ‌নিক  অ‌গ্নি‌শিখা প‌ত্রিকার প্রতি‌নি‌ধি শ্রী মোহন সরকার, দৈ‌নিক আ‌লোর দিগন্ত প‌ত্রিকার প্রতি‌নি‌ধি ফজলুল করিম প্রধান, দৈনিক কালের খবর পত্রিকার প্রতিনিধি মোছাঃ লাকি আক্তাকে কার্যকরী  সদস‌্য ও সাধারণ সদস‌্য হি‌সে‌বে  দৈ‌নিক ৭১ বাংলা প্রতি‌নি‌ধি রা‌কিব মিয়া সদস‌্য, ভো‌রের প্রতিধ্ব‌নি প‌ত্রিকার প্রতি‌নি‌ধি রা‌সেল মাহমুদ, কা‌লের খবর প‌ত্রিকার প্রতি‌নি‌ধি মোছাঃ লা‌কী আক্তার, আব্দুর র‌হিম,  মাহমুদুজ্জামান প্রান্ত, ফজ‌লে রা‌ব্বি মিয়াসহ মোট ২১ সদস্য বিশিষ্ট  কমিটি গঠন করা হয়। সেই সক‌লের সা‌র্বিক সহ‌যে‌াগিতা কামনা ক‌রে‌ছেন সংগঠন‌টির সাংবাদিকবৃন্দ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * কমিটি গঠন * পলাশবা‌ড়ি‌ * ম‌ডেল প্রেসক্লা‌ব
সাম্প্রতিক সংবাদ