তফসিল ঘোষণায় পাবনায় আওয়ামী লীগের আনন্দ মিছিল 

স্টাফ রিপোর্টার, পাবনা:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় পাবনায় আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ। তফসিল ঘোষণার পর বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়। তফসিল কে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান মিন্টু, অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু, সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন, জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি, যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের  সাধারণ সম্পাদক রুহুল আমিন,  জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আওয়ামী লীগের আনন্দ মিছিল * তফসিল ঘোষণা
সর্বশেষ সংবাদ