শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

গাজীপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থি পরিবর্তন দৃশ্যমান হওয়া সময়ের ব্যাপার মাত্র

গাজীপুর-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থি পরিবর্তন করতে যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে। প্রার্থিতা ধরে রাখতে বা নৌকার টিকেট পেতে এতদিন যারা এই আসনটির বিভিন্ন জনপদে নিজেদেরকে সবুজ সংকেত প্রাপ্ত প্রার্থি বলে প্রচারণা চালিয়েছিলেন তাদের কেউ এবার মনোনয়নের জন্য বিবেচিত হননি বলে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।
তাছাড়া বিভিন্ন তদবির বাণিজ্য, অবাধ টাকার দৌরাত্ম এবার কোন কাজে আসেনি।সব ধরনের অনুরোধ উপেক্ষিত হয়েছে হাইকমান্ডে। সৎ ও আদর্শিক নেতৃত্বকে প্রতিষ্ঠিত করতে এই আসনে সময়ের দাবিতে পরিবর্তন হতে যাচ্ছে প্রার্থি,অগনীত সূত্রে সেই তথ্যই মিলেছে। কেন্দ্রের ঘোষণার আগে চুড়ান্ত প্রার্থি কে তার নাম প্রকাশে কঠোর গোপনীয়তা রক্ষা করছে দলটির হাইকমান্ড। তবে ধারনা করা হচ্ছে আজ তপসিলের পর মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শেষ হলেই দৃশ্যমান হবে এই আসনে নতুন মুখের নাম।
রাজনীতিকে পূঁজি করে যারা ব্যবসায়িক সিন্ডিকেট গড়ে তুলেছিলো, পদ পদবিতে যারা অনুপ্রবেশকারি আমদানি করেছিল, নিজেদেরকে যারা শ্রীপুরের বিধাতা মনে করেছিল,যাদের দাপটের মাত্রা ছাড়িয়ে গিয়েছিল, অতি আত্মবিশ্বাসীদের ভরাডুবি ঘটতে যাচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রসমুহ থেকে জানা গেছে।
সূত্রসমুহের মতে,  এখানকার নেতৃত্ব ফিরে যাচ্ছে তার মূল শেকড়ের কাছে। এতদিন এই জনপদের প্রকৃত আওয়ামী লীগার যারা পদ পদবি থেকে বঞ্চিত  ছিল তারা আবার ফিরে আসছে রাজনীতির শীর্ষ বিন্দুতে। সৎ ও আদর্শিক রাজনীতির শুভ সূচনা ঘটতে যাচ্ছে এই জনপদে।মনোনয়নে থাকছে বড় ধরনের চমক।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * গাজীপুর-৩ আসন
সাম্প্রতিক সংবাদ