ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ফরিদগঞ্জ গড়তে জালাল আহমেদের বিকল্প নেই: মাইমুনা জালাল ইকরা
চাঁদপুর প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নৌকা মনোনয়ন প্রত্যাশী সিআইপি জালাল আহমেদের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৪ নভেম্বর শনিবার বিকেলে ৩নং সুবিদপুর দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ সুবিদপুর মিজি বাড়ি ছামাদিয়া নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামীলীগ কাতার শাখার সিনিয়র সহ-সভাপতি আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক সিআইপি জালাল আহমেদের সমর্থনে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালাল আহমেদের সহধর্মিনী মাইমুনা জালাল ইকরা।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লোকমান হোসেন তালুকদারের সভাপতিত্বে এবং পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও তরুণ সমাজসেবক পাবেল পাটওয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মাইমুনা জালাল ইকরা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে স্মার্ট একটি দেশ হিসেবে বহির্বিশ্বে পরিচিত করাচ্ছেন, সেই লক্ষ্যে আমাদেরও লক্ষ্য ফরিদগঞ্জকে একটি স্মার্ট ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে সিআইপি জালাল আহমেদকে বিজয়ী করতে আমাদের প্রত্যেককেই সঠিক অবস্থানে থেকে কাজ করে যেতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের জয়ের ধারা অব্যাহত রেখে আগামীতেও সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা দেখতে চাই। সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে।’
তিনি আরও বলেন, ‘ফরিদগঞ্জের অবকাঠামো উন্নয়ন এবং অবহেলিত অসহায় জনসাধারণের পাশে সবসময় থাকতে চান আপনাদের নন্দিত নেতা, গরীব দুঃখী মানুষের নেতা সিআইপি জালাল আহমেদ। অতীতে যেভাবে বিভিন্ন সহযোগিতায় ওনাকে পাশে পেয়েছেন, এমপি নির্বাচিত হলে ইনশাআল্লাহ সেই সহযোগিতার হাত আরও দীর্ঘ হবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ফরিদগঞ্জ গড়তে হলে জালাল আহমেদের বিকল্প নেই।’
তিনি আরও বলেন, ‘শিক্ষাক্ষেত্রসহ নারী জাগরণ ও নারী শিক্ষার প্রতিও আমাদের সুনজর থাকবে। মেধাবী জাতি তৈরিতে এবং দারিদ্র্য দূরীকরণে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। আপনাদের সকলের সুদৃষ্টি কামনা করছি। দেশ উন্নত হচ্ছে, আমাদের চিন্তারও উন্নতি ঘটছে; এই চিন্তাকেই সঠিক জায়গায় কাজে লাগাতে হবে। আপনারা আপনাদের যোগ্য নেতা বাছাই করে ভোট দিন। সিআইপি জালাল আহমেদের পাশাপাশি আমাকেও আপনারা পাশে পাবেন।’
উঠান বৈঠক পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আরম্ভ হয়। এরপর সুবিদপুর দক্ষিণ ইউনিয়ন জনগণের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, ফরিদগঞ্জ পৌর যুবলীগের সভাপতি আবদুল গাফফার সজিব, ৬নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রশিদ, পৌর যুবলীগ নেতা আব্দুর রহিম নিলাফ, ৩নং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সালেহ আহমেদ সজিব প্রমুখ।
উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল পাটওয়ারী, পৌর যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল মিয়াজী, উপজেলা কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলাম বরকন্দাজ, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সুবিদপুর দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সফিউল্লাহ, পৌর যুবলীগের নেতা মিলন পাটওয়ারী, নূরে আলম সজিব, কলেজ ছাত্রলীগের সভাপতি মনির পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা সাফায়েত উল্লাহ, শাহাদাত তপাদার, উপজেলা হকার্স লীগের সভাপতি শিমুল আহম্মেদ সুমন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আজাদ মিজিসহ ইউনিয়ন আওয়ামীলীগসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এসময় উপস্থিত সকলের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক লিফলেট এবং সিআইপি জালাল আহমেদের নিজ অর্থায়নের উন্নয়নমূলক কাজের লিফলেট বিতরণ করা হয়।