শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় ভাইয়ের মৃত্যু, বোন হাসপাতালে

নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীতে প্রাইভেট কারের ধাক্কায় মিলন হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা বোন তারজিনা আক্তার (১৮) গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১২ নভেম্বর) দুপুরে নীলফামারী সদর উপজেলার ইটাখোলা সরকারের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মিলন হোসেন ও তারজিনা আক্তার সদর উপজেলার তেলিপাড়া এলাকার তরিকুল ইসলামের সন্তান। বাই সাইকেলে করে তারা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে যাচ্ছিলেন।
জানা গেছে, দুপুর ২টার আফিল জুট মিলে কাজের উদ্দেশ্য বাড়ি থেকে রওনা দেনমিলন ও তারজিনা। যাওয়ার পথে নীলফামারী-বাদিয়ার মোড় সড়কের সরকারের মোড় এলাকায় একটি প্রাইভেট কার পেছন দিক থেকে ধাক্কা দেয় তাদেরকে।
এতে ঘটনাস্থলেই সাইকেল আরোহী মিলন হোসেন (১৪) মারা যায়। আর সাইকেলের পিছনে বসা তারজিনা আক্তার (১৮) গুরুতর আহত হন। প্রাইভেটকারের চালক গাড়ি নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম বলেন, আহত তারজিনা নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। নিহত মিলনের লাশও সেখানে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * গুরুতর আহত * নীলফামারী * মৃত্যু * সড়ক দূর্ঘটনা
সাম্প্রতিক সংবাদ