বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রাণীশংকৈলে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম
প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১১নভেম্বর) দুপুরে উপজেলা আ.লীগ কার্যালয় চত্বরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আ.লীগ কার্যালয় সংলগ্ন পাবলিক পাঠাগার মাঠে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক।
গেস্ট অব অনার হিসাবে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, সহ সভাপতি এম এ মোমিন, যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব, মামুনুর রশিদ এলবাট, গোলাম সারওয়ার বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজ রহমান, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।
উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক রমজান আলী ও সাংগঠনিক সম্পাদক নওরোজ পারভেজ মেমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র আলমগীর সরকার। আরো বক্তব্য দেন, জেলা যুব লীগ নেতা ও জেলা পরিষদের সসদ আব্দুল বাতিন স্বপন, উপজেলা যুব লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, পৌর যুব লীগ নেতা গপেস বসাক, মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাবেক ভাইস চেয়ারম্যান মাহাফুজা বেগম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন আ.লীগ,যুব লীগ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় যুব লীগ নেতারা বলেন
শেখ হাসিনার সাংগঠনিক কর্মকাণ্ড মজবুত করার জন্য যুবলীগ আওয়ামী লীগের সাথে আগেও ছিলো এখনো আছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল কর্মকাণ্ডে সক্রিয়ভাবে পাশে থাকবে।