আগামীকাল মুক্তি পাবে সালমান খানের ‘টাইগার থ্রি’

 

বলিউড সুপারস্টার সালমান খানের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘টাইগার থ্রি’ আগামী ১২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। তবে মুক্তির আগে খবর আসে, মধ্যপ্রাচ্যের তিন দেশে নিষিদ্ধ করা হয়েছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমাটি।

নিষিদ্ধের খবরটি কতটা সত্যি সে বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা। ‘টাইগার থ্রি’র সঙ্গে যুক্ত একটি সূত্র বলিউড হাঙ্গামাকে বলে, ‘মধ্যপ্রাচ্যে সিনেমাটি নিষিদ্ধের খবর সঠিক নয়।

কয়েকটি দেশের কর্তৃপক্ষ সিনেমার বিষয়বস্তু নিয়ে তাদের কিছু পর্যবেক্ষণ আমাদের জানিয়েছেন। কিন্তু এখনো নিষিদ্ধ করেননি। তাঁদের সঙ্গে আলোচনা চলছে। সব ঠিক থাকলে অবশ্যই ওই অঞ্চলে (মধ্যপ্রাচ্য) সিনেমাটি মুক্তি পাবে।’

১২ নভেম্বর ভারতে মুক্তি পেলেও এক দিন আগেই মধ্যপ্রাচ্যে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ‘টাইগার থ্রি’ * ক্যাটরিনা কাইফ * সালমান খান
সর্বশেষ সংবাদ