টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

 

চ্যাম্পিয়নস ট্রফিতে কোয়ালিফাই করার লক্ষ্যে আজ রাউন্ড রবিন লীগে নিজেদের নবম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে টাইগাররা।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি। তার আগে টসে জিতে টাইগারদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি খেলতে পারছেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। অলরাউন্ডার হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী হাসান। আর সাকিবের অনুপস্থিতিতে টাইগার নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ছিলেন তানজিম হাসান সাকিব।

আজ এই পেসারের পরিবর্তে একাদশে সুযোগ হয়েছে নাসুম আহমেদের। আর শরিফুল ইসলামের জায়গায় এসেছেন মোস্তাফিজুর রহমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * `টাইগার * চ্যাম্পিয়নস ট্রফি * বাংলাদেশ * মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম
সর্বশেষ সংবাদ