“পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার এস আই কাইয়ুম আলী”
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার এসআই কাইয়ুম আলী।
গত ৪ নভেম্বর শনিবার পঞ্চগড় পুলিশ লাইন্স’র ড্রিল সেডে কমিউনিটি পুলিশ ডে-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে ক্রেস্ট তুলে দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম। এ সময় পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক আনোয়ার সাদাত সম্রাট,সদস্য সচিব হাসনুর রশীদ বাবুসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলার শ্রেষ্ঠ পুলিশিং অফিসার নির্বাচিত হওয়ায় কাইয়ুম আলী বলেন, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। সে লক্ষ্যে আমি আমার কাজকে পবিত্র দায়িত্ব মনে করি। সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে কর্মজীবনের শুরু থেকেই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমি দায়িত্ব পালন করে আসছি; আশা করি ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে। এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে বলেও জানান তিনি।