শিরোনাম
কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «    ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২   » «    সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার   » «   

ইবিতে নীলফামারীর জেলা সমিতির গেম-ফেস্টিভ্যাল

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নীলফামারী জেলা সমিতির আয়োজনে নীলফামারী গেম ফেস্টিভ্যাল -২০২৩ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে লায়ন্স অফ নীলদূর্গ বনাম ও ব্লু ওয়ারিয়র্সের মধ্যকার হাড্ডা-হাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারের মাধ্যমে ব্লু ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা সমিতির প্রধান উপদেষ্টা ও ইলেকট্রিক এণ্ড ইলেকট্রনিকস ইন্জিনিয়ারিং বিভাগের  অধ্যাপক ড. মাহবুবর রহমান, উপদেষ্টা জনাব ড.আরমিন খতুন এবং নীলফামারী জেলা সমিতির সভাপতি ও আল কুরআন এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন।
আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সাধারন সম্পাদক জনাব মো: আসাদুজ্জামান নূর(আশিক), সাবেক সহ সভাপতি আনজীর সুবহান রাফি, সহ সভাপতি গোলাম রব্বানী এবং সাধারণ সম্পাদক মাহফুজ রহমান ভুঁইয়ান।
সহ সভাপতি ও আয়োজক কমিটির প্রধান পৃষ্ঠপোষক গোলাম রব্বানী বলেন, ‘এটা অবশ্যই আমাদের জেলা সমিতির জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল সিনিয়র ও স্যারদের কাছ থেকে স্পনসর ম্যানেজ করে এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা।মূলত আমাদের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য এমন টুর্নামেন্টের আয়োজন করা। আলহামদুলিল্লাহ সবার সার্বিক সহযোগিতায় আমাদের টুর্নামেন্টটি সম্পন্ন হলো। আগামীতে জেলা সমিতির পক্ষ থেকে আরও ব্যতিক্রম ব্যতিক্রম অনুষ্ঠান করব ইনশাআল্লাহ।’
সংগঠনটির সাধারণ সম্পাদক মাহফুজ জামান ভুইয়ান বলেন, ‘সুস্থ দেহ, সুস্থ মন খেলাধুলার মাধ্যমে সৃষ্টি হয়। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা নিয়ম, অনুবর্তিতা, মানসিক ও শারীরিক দক্ষতা অর্জন করা সম্ভব। খেলাধুলার মূল উদ্দেশ্য বিজয় নয়, অংশগ্রহণ।এরকম টুর্নামেন্টের  ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ।’
অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘এটা অবশ্যই একটা চমৎকার আয়োজন ধন্যবাদ আমাদের সাবেক ছাত্র-ছাত্রীদের এবং বর্তমান কমিটির সম্মানিত সভাপতি ড. শেখ এ বি এম জাকির হোসেন স্যারকে এরকম একটা ব্যাতিক্রম আয়োজন করার জন্য আশা রাখছি এরকম ব্যতিক্রম আয়োজন অব্যাহত থাকবে এবং সর্বাত্মক আমাদের সহযোগিতা চলমান থাকবে ইনশাআল্লাহ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * গেম-ফেস্টিভ্যাল
সাম্প্রতিক সংবাদ