ব্রাহ্মণপাড়ায় আওয়ামী লীগের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল 

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা)  প্রতিনিধি:
সারাদেশে বিএনপি জামাতের হরতাল অবরোধের বিরুদ্ধে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে৷ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুমিল্লা ৫- (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী’র নেতৃত্ব প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগ প্রধান কার্যালয় থেকে শুরু করে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রর্দক্ষিন করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়৷
প্রতিবাদ ও  বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাসেম মেম্বার, সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা ছারোয়ার খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সুজন, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম সরকার, প্রচার সম্পাদক মোঃ আমজাদ হোসেন ভূইয়া, দপ্তর সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম টিটু, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগের যুগ্মআহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মোস্তবা আলী শাহিন, সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সরকার, আওয়ামী শ্রমিকলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক গাজী আবদুল হান্নান, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ ইমদাদুল হক বাপ্পি, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ আবু কাউছার দিপুসহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ৷ সবায় বক্তারা সারা দেশে বিএনপি জামাতের নৈরাজ্যে ও হরতাল, অবরোধের নামে দেশের সম্পদ নষ্ট কারীদের কঠোর হুশিয়ারী প্রদান করা হয়৷ হরতাল ও অবরোধ এর বিপরীতে শান্তি সমাবেশ ও উন্নয়ন মিছিল করা হয়৷ আবারো দেশের উন্নয়নের স্বার্থে জননেত্রী শেখ হাসিনার সরকারকে রাস্ট্র ক্ষমতায় আনার আহবান জানানো হয়৷
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * চালকের হাতে যাত্রী খুন * প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
সর্বশেষ সংবাদ