শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

উত্তরায় রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল, সড়ক অবরোধ

প্রধান প্রতিবেদক:
বিএনপি’র তৃতীয় দফার অবরোধের প্রথম দিনে রাজধানীর উত্তরায় পিকেটিং ও সড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা।
বুধবার সকাল ৭টার দিকে হাউজ বিল্ডিং এলাকায় সড়ক অবরোধে নেতৃত্ব দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিছিলে রিজভী ছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এবিএম আবদুর রাজ্জাক, দক্ষিণখান থানা বিএনপির সভাপতি আবদুল মোতালেব, বিএনপি নেতা জাহিদ মাস্টারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে তৃতীয় দফা অবরোধ শুরু হয়েছে আজ বুধবার ভোর থেকে। ৪৮ ঘণ্টার এই অবরোধ শেষ হবে শুক্রবার ভোর ৬টায়।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি-পুলিশ সংঘর্ষের পর গ্রেপ্তার হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরপর থেকে অজ্ঞাত স্থান থেকে কর্মসূচি ঘোষণা করে আসছেন রিজভী।
দ্বিতীয় দফার অবরোধ চলাকালে গত সোমবার প্রকাশ্যে এসে রাজধানীর খিলগাঁও এলাকায় মিছিল করেন তিনি।
 তৃতীয় দফার অবরোধের প্রথম দিনে তাকে আবারো প্রকাশ্যে দেখা গেল।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ঝটিকা মিছিল * রুহুল কবির রিজভী * সড়ক অবরোধ
সাম্প্রতিক সংবাদ