সালথায় সাংবাদিক নেতা আছাদুজ্জামানের ৪৮ তম জন্মদিন পালিত

ফরিদপুর প্রতিনিধি:
জনপ্রিয় জাতীয় পত্রিকা দৈনিক ভোরের কাগজ পত্রিকার জৈষ্ঠ্য প্রতিবেদক, ঢাকা ইউনিয়ন সাংবাদিকের সাবেক প্রচার সম্পাদক, সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগ্ননাথদী গ্রামের কৃতি সন্তান আছাদুজ্জামানের জন্মদিন ফরিদপুরর সালথায় পালন করা হয়েছে। সালথা প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে এই জন্মদিন পালন করেন সালথার কর্মরত সাংবাদিকবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লা, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মারুফ, দপ্তর সম্পাদক জাকির হোসেন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. পারভেজ মিয়া, কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম প্রমুখ।
পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন রিপোর্টার্স ফোরাম (পিআইআরএফ) এর সভাপতি আছাদুজ্জামান ভিডিও কলের মাধ্যমে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। সাংবাদিকদের কল্যানে আজীবন কাজ করে যাবেন বলে জানান। এসময় তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আছাদুজ্জামানের ৪৮ তম জন্মদিন
সর্বশেষ সংবাদ