বেনাপোলে ফেনসিডিল ও ক্যাপেন্টাডল ট্যাবলেটসহ সোনাভান আটক
যশোর জেলা প্রতিনিধি:
যশোরের বেনাপোলে ফেনসিডিল ও ক্যপেন্টাডল ট্যাবলেট সহ সোনাভান(৫০) নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বেনাপোল স্থলবন্দর জেলা কার্যালয় যশোর।
বেনাপোল পোর্ট থানা জানায়, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বেনাপোল স্থল বন্দর জেলা কার্যালয় যশোর কর্তৃক অভিযান পরিচালনার সময় বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া মাঠপাড়া গ্রাম হতে কওছার আলীর স্ত্রী সোনাভান নামের এক মাদক ব্যবসাীকে ৯২ বোতল সেনসিডিল ও ১৬০০ পিচ ক্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করে।এসময় রেইডিং পার্টির উপস্থিতি টের পেয়ে সোনাভানের ছেলে মাসুদ রানা (২৮) পালিয়ে যায়।বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক আশরাফুল আলম বাদী হয়ে সোনাভান ও মাসুদ রানার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।