গোদাগাড়ীতে র্যাবের অভিযানে ০১ জন মাদক কারবারি গ্রেফতার
র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল আজ দুপুরে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সাগুয়ান ঘুটিঘর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রাসেল আলী (২০), পিতা- মৃত্যুঃ রফিকুল ইসলাম, মাতা-মোছাঃ আসিমা বেগম, সাং-সাগুয়ান ঘুটিঘর, থানা-গাদাগাড়ী, জেলা-রাজশাহীকে ১০৫ গ্রাম হিরোইন সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়,গ্রেফতারকৃত আসামী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমন্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ধৃত আসামী এবং তার ভাই পলাতক মোঃ রুবেল আলী (২২) সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে তারা নিজ বাড়ীতে সংরক্ষণ করে অন্যত্রে সরবরাহের পরিকল্পনা গ্রহণ করছে।
পরবর্তীতে র্যাবের একটি আভিযানিক দল উক্ত আসামির বাড়ীতে অভিযান পরিচালনা করে তার আপন ছোট ভাই আসামী মোঃ রাসেল আলীকে-১০৫ গ্রাম হিরোইন সহ হাতেনাতে গ্রেফতার করে। উক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়ছ।