বোয়ালমারীতে নছিমনের চাকায় পা হারালো ভ্যান চালক
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে নছিমনের চাকায় পিষ্ঠ হয়ে ভ্যান চালকের বাম পা হারালো। গত সোমবার দিবাগত রাতে ঢাকা পঙ্গু হাসপাতালে ওই ভ্যান চালক সোহেল শরীফকে (২৬) ভর্তি করা হয়। ভ্যান চালকের বাড়ি শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে।
জানা যায়,সোমবার (৩০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সোহেল শরীফ প্যাসেঞ্জার নিয়ে বোয়ারমারী আসার পথে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহা সড়কের উপরে আধারকোঠা ফায়ার সার্ভিসের সামনে পৌছালে অপরদিক থেকে আসা নছিমনের চালক ট্রাক ওভারটেক করতে গিয়ে ভ্যান চালককে
ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ধাক্কা লাগার কারণে ভ্যান চালক সোহেল ও প্যাসেঞ্জার একই গ্রামের মিল্টন মোল্যা (২৭) ছিটকে পড়ে। এ সময় সোহেলের পা নছিমনের চাকার তলে চলে যায়। চাকায় সোহেলের বাম পার গোড়ালির নিচের টুক পিষ্ঠ হয়ে কেটে পড়ে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে নিয়ে গিলে প্রাথমিক চিকিৎসা শেষে সোহেলকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
শেখর ইউনিয়নের ৮ নং ইউপি সদস্য মো. ইয়াসিন মোল্যা মঙ্গলবার (৩১ অক্টোবর) বলেন, সোহেল শরীফের বাম পার গোড়ালির নিচ থেকে আলাদা হয়ে গেছে। সে বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে যে নছিমনে ঘটনা ঘটিয়েছে ওই নছিমন বা চালককে পাওয়া যায়নি।
বোয়ালমারী থানার এএসআই প্রদুত কুমার সেন বলেন, খবর পেয়ে সড়ক দুর্ঘটনার স্থলে গিয়ে নছিমন বা চালককে পায়নি।