বিএনপি-জামাতের সহিংসতা প্রতিরোধে পঞ্চগড়ে সম্রাটের নেতৃত্বে আওয়ামী লীগের শক্ত অবস্থান”

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট বলেছেন, হরতালকে প্রত্যাক্ষাণ করেছে সাধারণ মানুষ, ইতিবাচকভাবেও নেয়নি বরং গতকাল পুলিশকে হত্যার কারনে মানুষ ক্ষোভ প্রকাশ করছে। বাজারে মানুষের চলাফেরা দোকানপাট খোলা সেই সাথে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। হরতাল আহবান করে বিএনপি নেতাকর্মীদের রাজপথে দেখা যাচ্ছেনা। এদিকে পঞ্চগড় বাজারে সকল দোকানপাট খোলা রয়েছে সেই সাথে জনগনের সরব উপস্থিতি। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা শহর সহ পাঁচ উপজেলা শহড়ের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। পুলিশের সাথে র‌্যাব টহল দিচ্ছেন।  অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্য্যালয়ে অবস্থান করেছেন। রোববার সকালে পঞ্চগড় জেলা আওয়ামীলীগ কার্য্যালয়ের সামনে অবস্থান নিয়ে এসব কথা বলেন তিনি ।
এ সময়  জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তোয়বুর রহমান , যুগ্ম সাধারন সম্পাদক আবু সারোয়ার বকুল, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি  আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায়  পঞ্চগড় পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আল তারিক, সাধারন সম্পাদক এস এম হুমায়ুন কবীর উজ্জল সহ জেলা, থানা,পৌর আওয়ামীলীগের নেতাকর্মী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরে নেতাকর্মীরা  উপস্থিত ছিল। সকাল থেকেই পঞ্চগড় জেলা আওয়ামীলীগ কার্য্যালয়ে সতর্ক অবস্থান নিয়েছেন আওয়মীলীগ নেতা কর্মীরা। তারা বলছেন বিএনপির যে কোন নাশকতা রুখে দিতেই অবস্থান নিয়েছেন ।
এদিকে পঞ্চগড় বাজারে সকল দোকানপাট খোলা রয়েছে সেই সাথে জনগনের সরব উপস্থিতি। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা শহর সহ পাঁচ উপজেলা শহড়ের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। পুলিশের সাথে র‌্যাব টহল দিচ্ছেন।  অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্য্যালয়ে অবস্থান করেছেন । সড়কে তাদের কোন তৎপরতা দেখা যায়নি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আওয়ামী লীগের শক্ত অবস্থান
সর্বশেষ সংবাদ