শিরোনাম
ছাত্রলীগ নেত্রী ভারতে যাওয়ার পথে বেনাপোলে আটক   » «    ক্যাম্পাস সংস্কার বাদ দিয়ে ফ্যাসিবাদ পুনর্বাসনে ব্যস্ত পবিপ্রবি প্রশাসন   » «    ১৬ বছর পর দেশে ফিরছেন যুবদল নেতা আবু সাইদ   » «    স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজার আখতারুজ্জামানকে শো-কজ   » «    ভ‍্যাট ব‍্যবস্থা বিলুপ্ত করুন; সেবা ও পন্যের ওপর আরোপিত কর অবিলম্বে প্রত্যাহার করুন :এবি পার্টি   » «   

মির্জা ফখরুলকে গ্রেপ্তারের ঘটনায় যা বললেন মেয়ে শামারুহ মির্জা

রাজধানীর গুলশান-২ এর বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আটকের পর অবিলম্বে মুক্তি চেয়েছেন তার জ্যেষ্ঠ কন্যা ড. শামারুহ মির্জা।
রোববার তিনি গণমাধ্যমকে জানান, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে পুলিশের ছোড়া টিয়ারশেলের কারণে অসুস্থ হয়েছেন মির্জা ফখরুল। এদিন রাতে তাকে চিকিৎসকের কাছে যেতে হয়েছে।
তিনি বলেন, ‘আব্বুর বয়স ৭৬ এবং তিনি গতরাতেও প্রচণ্ড অসুস্থ ছিলেন। পুলিশের টিয়ার গ্যাস তার ফুসফুসে গেছে এবং তিনি রাতেই ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন। আমি অবিলম্বে আমার আব্বুর মুক্তি চাই।’
বিএনপি মহাসচিবের আটকের বিষয়ে উল্লেখ করে শামারুহ মির্জা বলেন, ‘আমার বাবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ সকালে ডিবি পুলিশ আটক করে নিয়ে গেছে।
আজ বাংলাদেশ যখন বিরোধী মতামত প্রকাশের কোনো সুযোগ নেই, লাখ লাখ বিরোধী মতাদর্শী কারাগারে বন্দি, লাখ লাখ সন্তান তাদের বাবার জন্য অপেক্ষা করছে, সেখানে এই ঘটনা আমাকে অবাক করেনি! আমার আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস-এই জুলুম একদিন শেষ হবে।’
রোববার শেষ খবর পাওয়া পর্যন্ত মির্জা ফখরুলকে ডিবি অফিসে আটক রাখা হয়েছে। তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * গ্রেপ্তার * ডিবি * বিএনপি * মহাসমাবেশ * শামারুহ মির্জা
সাম্প্রতিক সংবাদ