নোয়াখালীতে ঢিলেঢালা হরতাল, গ্রেফতার-৮৪

স্টাফ রিপোর্টার :
কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিএনপি-জামাতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল নোয়াখালীতে ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে জামায়াত-বিএনপি সন্দেহে ৮৪ জনকে গ্রেফতার করেছে। দিনভর অভ্যন্তরীণ কিছু যানবাহন রাস্তায় দেখা গেলেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল।
রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে জেলার সোনাপুর বাস স্টেশন থেকে কোনো দূরপাল্লার বাস স্টেশন ছেড়ে যায়নি। জেলার ৯টি উপজেলার অভ্যন্তরীণ রুটে কিছু সংখ্যক যানবাহন চলাচল করতে দেখা যায়। স্কুল,কলেজ ও অফিসমুখী লোকজনের আনাগোনা ছিলো রাস্তায়। জেলায় হরতালের খুব একটা প্রভাব পড়েনি।
বেলা বাড়ার সাথে সাথে জেলা শহরের অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে থাকে। জেলার গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল ব্যবস্থা ছিল জোরদার। হরতালের সমর্থনে  সেনবাগ, সোনাইমুড়ি, বেগমগঞ্জ, সুবর্ণচর ও মাইজদীতে বিক্ষিপ্ত খন্ডমিছিল বের হতে দেখা যায় তবে দিনভর পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা যায়, শনিবার দিবাগত রাতে সেনবাগ উপজেলার সেবারহাট বাজার এলাকায় একটি ট্রাকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। রোববার সকালের দিকে বেগমগঞ্জ উপজেলায় হরতালের সমর্থনে বিএনপির নেতাকর্মিরা একটি বিক্ষোভ মিছিল বের করে। সকাল ৮টার দিকে সোনাইমুড়ী উপজেলার একটি সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে হরতাল সমর্থকরা। দুপুর ১টা ১০মিনিটের দিকে জেলা শহর মাইজদীর শহীদ ভুলু স্টেডিয়ামের সামনের সড়কে বিএনপির নেতাকর্মীরা হরতালের সমর্থনে ঝটিকা বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে তারা সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। জেলা বিএনপি অভিযোগ করেছেন, তাদের ২৫জন নেতাকর্মিকে পুলিশ আটক করেছে।
অপরদিকে হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে বেলা ১১টার দিকে জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। বিক্ষোভ মিছিল শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু প্রমূখ।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, পুলিশ মাঠে রয়েছে। পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলা থেকে ৭ জন, হাতিয়া থেকে ১ জন কোম্পানীগঞ্জ থেকে ৬জন , বেগমগঞ্জ থেকে ১৭জন, সেনবাগ থেকে ১৪জন, চাটখিল থেকে ৪জন, সোনাইমুড়ী থেকে ২১ জন, সুবর্ণচর থেকে ৬ জন ও জেলা গোয়ান্দো পুলিশ (ডিবি) ৮জন সহ মোট ৮৪ জনকে গ্রেফতার করে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * গ্রেফতার-৮৪ * নোয়াখালী
সর্বশেষ সংবাদ