শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

মোহাম্মদপুরে বাসে আগুন লাগিয়ে পালাতে একজনের গিয়ে মৃত্যু

বিএনপি-জামায়াতের ডাকা হরতালে রাজধানীর মোহাম্মদপুরের আসাদ এভিনিউয়ে বাসে আগুন লাগিয়ে পালাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম আব্দুল রশিদ বলে জানা গেছে। আজ রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সকালে মোহাম্মদপুর থানার টাউন হল শহীদ পার্ক জামে মসজিদের সামনে পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া দিলে আসাদ এভিনিউ সড়কের পাশের নির্মাণাধীন বহুতল ভবনে উঠে যান ওই ব্যক্তি। পরে ভবন থেকে নিচে পড়ে মারা যান তিনি। তিনি আরো বলেন, তার কাছে একটি আইডি কার্ড পাওয়া গেছে।

সেখানে তার নাম লেখা আব্দুল রশিদ। বয়স আনুমানিক ৩৬ বছর। প্রত্যক্ষদর্শীরা বলেন, সাত থেকে আটজন লোক চলন্ত বাসটি থামিয়ে যাত্রীদের নেমে যেতে বলেন। পরে তারা বাসটিতে আগুন লাগিয়ে দেয়।

এরপর তারা সলিমুল্লাহ রোডের দক্ষিণ মাথার উল্টাপাশে মোহাম্মদপুর ক্লাবের মাঠ দিয়ে পালিয়ে যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আগুন * মোহাম্মদপুর * মোহাম্মদপুর ক্লাব মাঠ
সাম্প্রতিক সংবাদ