বদলগাছীর হরিজন কলোনিতে প্রথম পূজা অনুষ্ঠিত
প্রতিনিধি বদলগাছী (নওগাঁ):
নওগাঁর বদলগাছীতে কোজাগরী লক্ষ্মীপুজার মধ্যদিয়ে হরিজন কলোনিতে প্রথম পূজা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ২৮শে অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় বদলগাছীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশেই হরিজন কলোনির আয়োজনে প্রথম কোজাগরী লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হয়।
কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনায় সেজে উঠে হরিজন কলোনির হিন্দুদের গৃহকোণ। মঙ্গলঘট, ধানের ছড়ার সঙ্গে গৃহস্থের আঙিনায় শোভা পায় চালের গুঁড়ো, আলপনায় লক্ষ্মীর ছাপ। অনেকে বলে লক্ষ্মী মানে শ্রী,সরুচি।
লক্ষ্মী পূজা করতে আসা যখু জানান, লক্ষ্মী সম্পদ যুগে মহাশক্তি হিসেবে তাকে পূজা করা হতো। তবে পরবর্তীকালে ধনশক্তির মূর্তি নারায়ণ সঙ্গে তাকে জুড়ে দেওয়া হয়। শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মালবম্বীরা এ পূজা করে থাকে। এ উপলক্ষে হিন্দু রমণীরা উপবাসব্রত পালন করেন। সন্ধ্যায় ঘরে ঘরে প্রজ্বলন করা হয় প্রদীপ।
হিন্দুশাস্ত্র মতে, কোজাগরী পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী ধনধান্যে ভরিয়ে দিতে ভক্ত গৃহে পূজা নিতে আসেন। প্রাচীনকাল থেকেই হিন্দু রাজা- মহারাজা, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গৃহেস্থ অব্দি সবাই দেবীকে পূজা দিয়ে আসছেন। বাঙালি হিন্দু বিশ্বাসে লক্ষ্মীদেবী দ্বিভুজা। আর তার বাহন পেঁচা।
তবে বাংলার বাইরে লক্ষ্মীর চতুর্ভুজা কমলে- কামিনী মূর্তিই বেশি দেখা যায়। বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী ২৮শে অক্টোবর শনিবার ভোর রাত ৪টা ১৭মিনিট থেকে রাত ১টা ৫৩মিনিট পর্যন্ত সন্ধ্যায় দেবীর পূজার দেওয়ার নির্ঘণ্ট রয়েছে।এ সময়ের মধ্যেই পূজা সম্পন্ন করবে হিন্দু নর- নারীগণ।
হরিজন কলোনির নয়ন বলেন, আমাদের হরিজন কলোনিতে ইতি পূর্বে কোন পূজা অনুষ্ঠিত হয়নি।আমরা এই প্রথম কোন পূজা আমাদের এখানে করলাম। আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আগামীতে সবার সহযোগিতা পেলে অন্যান্য পূজা করবো।
কুমকুম বাশফোঁর বলেন, আমাদের আশেপাশের পাড়ায় বিভিন্ন পূজা অনুষ্ঠিত হলেও আমাদের হরিজন কলোনিতে কখনো পূজা অনুষ্ঠিত হয়নি। এই প্রথম আমাদের কলোনীতে পূজা অনুষ্ঠিত হয়েছে।