চ্যাম্পিয়ন হওয়ায় নারী ফুটবল দলকে সংবর্ধনা ও মঞ্চ নাটক অনুষ্ঠিত
মহানগর প্রতিনিধিঃ
জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় অনূর্ধ্ব- ১২ রংপুর জেলা নারী ফুটবল দলকে সংবর্ধনা ও মঞ্চ নাটক এর আয়োজন করেন রংপুর জেলট ফুটবল এসোসিয়েশন। ২৭ শে অক্টোবর সন্ধায় ৭ ঘটিকায় পালিচড়া সস্টেডিয়াম মাঠে রংপুর জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় অনূর্ধ্ব- ১২ রংপুর জেলা নারী ফুটবল দলকে সংবর্ধনা ও মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়।
উক্ত সংবর্ধনা ও মঞ্চ নাটক অনুষ্ঠানে রংপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ মঞ্জুর আহমেদ আজাদের সভাপতিতত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং রংপুর জেলা আওয়ামী লীগ শাখার যুগ্ন আহ্বায়ক এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম আরো বিশেষ অতিথি রংপুর সদর উপজেলা আওয়ামী লীগ শাখার সভাপতি মোঃ হুমায়ন কবির, রংপুর সদর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার,সদ্যপুস্করিনী ইউনিয়ন জাতীয়পার্টি শাখার সভাপতি মোঃ চাঁন মিয়া, রংপুর জেলা বাংলাদেশ আওয়ামী লীগ শাখার আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মনি, রংপুর জেলা ছাত্রলীগ শাখার সভাপতি এস এম সাব্বির আহমেদ, সদ্যপুস্করিনী ইউনিয়ন আওয়ামী লীগ শাখার ১ নং ওয়ার্ড সভাপতি মোঃ মমিজানুর রহমান পাইলট,চন্দনপাট ইউনিয়ন আওয়ামী লীগ শাখার সাধারণ সম্পাদক মোঃ নুরে কাওছার বকুল, সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাবের সভাপতি মিলন মিয়া সহ স্থানীয় নেতাকর্মি ও নাট্যপ্রেমীরা।