মহাসমাবেশ সফল করতে সৈয়দপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি’র ২৮ অক্টোবর ২০২৩ ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সৈয়দপুর রাজনৈতিক জেলা কমিটির উদ্যোগে বুধবার (২৫ অক্টোবর) রাতে  দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাড.শামসুর রহমান শিমুল বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ- সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মোঃ আব্দুল খালেক ও  সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান।
সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাহীন আকতার। এতে জেলা ও উপজেলা, পৌর বিএনপিসহ যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * বিএনপির মতবিনিময় সভা * মহাসমাবেশ সফল
সর্বশেষ সংবাদ