শ্রীবরদীতে গণ গ্রন্থাগার উদ্বোধন
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে গণ গ্রন্থাগার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষার আলোই বাংলাদেশ এর আয়োজনে ও পরিচালনায় পৌরসভা মার্কেটের ২য় তলায় আনুষ্ঠানিকভাবে গণ গ্রন্থাগারের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেম, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন প্রমুখ।
এসময় শিক্ষার আলোই বাংলাদেশ সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠিতা পরিচালক সাজিদ হাসান শান্ত, কেন্দ্রীয় টিমের ভারপ্রাপ্ত সভাপতি নাঈম ইসলাম রতন ও যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান শান্ত, শ্রীবরদী উপজেলা ইউনিটের সভাপতি সোহানুর রহমান সুমন, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বিজয়, পৌর ইউনিটের সভাপতি শাহরিয়ার ইসলাম সজিব, সাধারণ সম্পাদক মনিরাজ, সদর ইউনিয়ন শাখার সভাপতি ফোরকান, শ্রীবরদী এপিপিআই ইউনিটের টিম লিডার মারুফ, সরকারি কলেজের টিম লিডার সিমান্ত, সজিব, সদস্য শাহিন, রায়হান, আকাশ, আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।