শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

দুমকিতে শ্রী শ্রী হরি গুরু মতুয়া আশ্রমের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া আশ্রমের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা ও বিশেষ কীর্তণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলার লেবুখালী শ্রী শ্রী হরি গুরু মতুয়া মন্দির ও শ্রীমৎ উত্তম গোসাই সেবাশ্রমের উদ্যোগে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হিন্দু বৌদ্য খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতির বাসভবনে আলোচনা ও বিশেষ কীর্তণ অনুষ্ঠিত হয়।
মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্বদেন মতুয়ারত শ্রীমৎ উত্তম গোসাই। অনুষ্ঠানে পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচাল শুভাশিষ মুখার্জী প্রধান অতিথি ছিলেন। আলোচনা অনুষ্ঠানে উপজেলা হিন্দু বৌদ্য ঐক্য পরিষদের সভাপতি সুকুমার চন্দ্র দাস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিপন কুমার শীল, মন্দির কমিটির সভাপতি বাবুল চন্দ্র শীল, সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র কর্মকার বিশেষ অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে গোসাই বাড়ি দূর্গা মন্দির সভাপতি দিবাংশু মন্ডল, সাধারণ সম্পাদক পরিমল কবিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * মঙ্গল শোভাযাত্রা * মতুয়া আশ্রম
সাম্প্রতিক সংবাদ