শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

পূজা মন্ডপ পরিদর্শন করলেন  বরিশালের জেলা প্রশাসক  শহিদুল ইসলাম। 

বরিশাল  প্রতিনিধি।
২৩/১০ / ২০২৩ ইং  সোমবার বিকাল ৩ টায় বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম  উজিরপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন।
জেলা প্রশাসক প্রথমে উজিরপুর মডেল থানা পরিদর্শন করেন। পরিদর্শন কালে অফিসার ইনচার্জ উজিরপুর মডেল থানা মোঃ জাফর আহম্মেদসহ থানায় কর্মরত কর্মকর্তাদের সাথে কথা বলেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উজিরপুর ফারিয়া তানজিন, চেয়ারম্যান উজিরপুর উপজেলা পরিষদ আ: মজিদ সিকদার বাচ্চু, মেয়র উজিরপুর পৌরসভা মোঃ গিয়াস উদ্দিন বেপারি, সহকারী কমিশনার ভূমি উজিরপুর উপজেলা কে. এম. ইশমামসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ।
এর পরে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস, উপজেলা পরিষদ ও পৌরসভা পরিদর্শন করেন। সন্ধ্যায় উজিরপুর বন্দর কেন্দ্রীয় সার্বজনীন দুর্গাপূজা মন্দির ও হাসপাতাল রোড সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন। পাশাপাশি বাবুগঞ্জ উপজেলার দারগার হাট শ্রী শ্রী সার্বজনীন হরি ও দুর্গা মন্দির পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় পূজা মন্ডপের সভাপতি ও কমিটির অন্যান্য নেতৃবৃন্দ তাদের ফুলেল শুভেচছা জানান। জেলা প্রশাসক  বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের সময় পূজায় আগত দর্শনার্থীদের সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * উজিরপুর * পূজা মন্ডপ
সাম্প্রতিক সংবাদ