শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

গাইবান্ধায় ডিবি পুলিশ কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

 

গাইবান্ধা প্রতিনিধিঃ
 গাইবান্ধার পুলিশ সুপার এর দিক নির্দেশনা মোতাবেক ডিবি পুলিশ কর্তৃক ইং ২১/১০/২০২৩ তারিখ গাইবান্ধা জেলার সদর থানাধীন ০৯ নং খোলাহাটি ইউপির ৫নং ওয়ার্ড এর পশ্চিম কোমরনই গ্রামস্থ নতুন ব্রীজের উত্তর পার্শ্বে জনৈক মোঃ আবেদ আলী (৫০) পিতা-মৃত মহিবুল্লাহ, সাং-পশ্চিম কোমরনই (দশানী) এর পুড়ি/ পিয়াজীর দোকানের সামনে পাকা রাস্তার উপর আসামী ১। মো: নূর আলম (৩২),পিতা- মৃত আফতাব উদ্দিন,সাং- পশ্চিম কোমরনই,থানা ও জেলা- গাইবান্ধা এর ডান হাতে থাকা কালো কস্টেপে মোড়ানো ৩০ পিচ ইয়াবা এবং তার শয়ন কক্ষের খাটের তোষকের নিচ হইতে ৭০ পিচ ইয়াবা মোট ১০০ পিচ ইয়াবা উদ্ধার সহ গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার, মহোদয়ের নির্দেশনা মোতাবেক জেলা পুলিশ গাইবান্ধা সকল অপরাধের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * গাইবান্ধায় ডিবি পুলিশ
সাম্প্রতিক সংবাদ