ঝালকাঠির নলছিটি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ওসি
ঝালকাঠি প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঝালকাঠির নলছিটি উপজেলার শ্রী শ্রী তাঁরাবাড়ির মন্দির সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান। এসময় তিনি শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করার আহ্বান রেখে সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন।
শনিবার (২১ অক্টোবর) রাতে তিনি উপজেলার কয়েকটি মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় নলছিটি থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) মোর্শেদা লস্কর, মহিলা কাউন্সিলর খাদিজা বেগম, শিক্ষক ও সাংবাদিক মিলন কান্তি দাস, সাবেক পৌর কাউন্সিলর আবদুল কুদ্দুস মোল্লাসহ উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে ওসি মু. আতাউর রহমান বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’ এবছর নলছিটি উপজেলায় ২২ টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। সবাই সম্প্রীতির বন্ধনে ও সকল শ্রেণির লোকজন এটিকে উৎসব হিসেবে পালন করছে।
সার্বিকভাবে পুজো উৎসবে স্থানীয় প্রশাসন নিবেদিত ভাবে দায়িত্ব পালন করে উৎসবমুখর পরিবেশে পুজো অনুষ্ঠিত হচ্ছে। তিনি এসময় শান্তিপূর্ণভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই পুজো উৎসব পালনের জন্য হিন্দু ধর্মালম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান।