সৈয়দপুরে মাদকমুক্ত এলাকার দাবিতে শিশুদের নিয়ে রাস্তায় নামলেন মায়েরা
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে নিজ সন্তানকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচানোর জন্য এলাকাকে মাদকমুক্ত করার দাবিতে শিশুদের নিয়ে রাস্তায় নেমেছেন মায়েরা। শনিবার (২১ অক্টোবর) দুপুরে শহরের গোলাহাট কবরস্থান গেটের সামনে নিজ এলাকা থেকে মাদকব্যবসায়ীদের উচ্ছেদের দাবিতে আয়োজিত মানবন্ধনে শতাধিক মা অংশ নেন।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ ও সচেতন এলাকাবাসীর ব্যানারে আয়োজিত ওই মানববন্ধনে সভাপতিত্ব করেন আহবায়ক মো. জীবন। বক্তব্য রাখেন আমাদের প্রিয় সৈয়দপুরের প্রতিষ্ঠাতা সাংবাদিক নওশাদ আনসারী, সদস্য সোহেল সিদ্দিকসহ মায়েদের মধ্যে সালমা খাতুন, মোছা. বকুল, পারভীন, মোছা. রীতা, সিতারা খাতুন, শাহজাদী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সামিউল আলিম, জাভেদ, জুম্মান, জসিমসহ শতাধিক শিশু, মা ও সচেতন এলাকাবাসী।
বক্তারা বলেন, গোলাহাট এলাকা যেন মাদক বিক্রির নিরাপদ স্পট। দিন দিন এখানে মাদক ব্যবসায়ীদের অপতৎপরাতা বৃদ্ধি পাচ্ছে। ফলে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ তরুণরা মাদকে আসক্ত হচ্ছে। এটা মেনে নেয়া যায় না।
এখানকার মাদক বিক্রেতাদের নির্মূল করা না গেলে ভবিষ্যত প্রজন্ম অন্ধকারে পড়বে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানান তাঁরা।